মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


আজ থেকে স্যানিটাইজার ছেটাবে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছেটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (২৫ মার্চ) থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছেটানো হবে।

গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।

কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশে এ পর্যন্ত মোট ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন পাঁচজন।

-এএ


সম্পর্কিত খবর