মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


খালেদা জিয়াকে দেখতে নেতাকর্মীদের ভিড় না করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিগগিরই মুক্তি পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি মুক্তি পেলে নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। তবে আমি নেতাকর্মীদের বলবো সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই আপনার খালেদা জিয়াকে দেখার জন্য কেউ ভিড় করবে না।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। লন্ডন থেকে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন।

ফখরুল বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল। সেই কারণেই আজ খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করা হয়েছে। তবে এই সাজা স্থগিত করার সাথে সরকার বিদেশে চিকিৎসা করতে না যাওয়ার যে নির্দেশনা দিয়েছে সেটা আসলে আমাদের বোধগম্য নয়।

এর আগে গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, দেশব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের উদ্বেগের মধ্যে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির খবর দেশবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির।

এর আগে আজ বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তাকে মুক্তি দেয়া হচ্ছে বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর