মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


সীমিত আকারে গণপরিবহন ও ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে এই সময়ে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে।

এদিকে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ সময়ের মধ্যে সীমিত আকারে রাস্তায় গণপরিবহন চলাচল করবে। সোমবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সাধারণ ছুটির সময় সরকারি-বেসরকারি সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সীমিত আকারে গণপরিবহন চলবে। তবে জনসাধারণকে যথাসাধ্য গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো বলেন, যারা জরুরি প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করবেন, তাদের অব্যশই যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে এবং করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সেবাদানের সময় গাড়িচালক ও তার সহকারীকে অব্যশ্যই মাস্ক ও গ্লাভসসহ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে সংবাদ সম্মেলনে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ছুটির সময় সকল সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ছুটির মধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে। এছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি রয়েছে। ৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে।

অন্যদিকে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সবকিছু বন্ধ করলেও ব্যাংক বন্ধ করা যাবে না। কারণ এতে জনগণের অসুবিধা হবে। তাই তাদের কথা বিবেচনা করে এই সময়েও সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এরমধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি রয়েছে। ৫ এপ্রিল থেকে ফের অফিসগুলো খোলা থাকবে।

এসময় তিনি আরো বলেন, ‘সরকারি অফিস বন্ধ থাকলেও জরুরি সেবা, হাসপাতাল খোলা থাকবে। সীমিত আকারে চলবে গণপরিবহণ।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ