মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


মিরপুরে আরো একজনের মৃত্যু, পরিবারের দাবি করোনায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বৃদ্ধ (৭০) মারা গেছেন বলে দাবি তার পরিবারের।

রোববার রাত নয়টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মৃত ব্যক্তির স্বজনেরা জানান, ওই ব্যক্তির দুদিন ধরে কাশি হচ্ছিল। খাওয়ার রুচি চলে গিয়েছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গতকাল শনিবার তাকে নিয়ে যাওয়া হয়। ওখানে কিছু নমুনা সংগ্রহের পর চিকিৎসকেরা বাসায় পাঠিয়ে দেন। সকালে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে।

‘আজ (রোববার) বিকেল থেকে তার শরীর আবার খারাপ হতে থাকে। একপর্যায়ে শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডাকার পর রোগীর উপসর্গ শুনে অ্যাম্বুলেন্সচালক তকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানান। পরে তারা আরেকটি অ্যাম্বুলেন্স ডেকে কুর্মিটোলায় যান। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তির নাম মোজাম্মেল হক। তার মৃত্যুর পর এলাকায় মসজিদে ঘোষণা দেয়া হয়। তিনি ওই মসজিদের সেক্রেটারি ছিলেন।  শনিবার টোলারবাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিও ওই মসজিদে নামাজ আদায় করতেন। প্রতিবেশীদের ধারণা তার মাধ্যমে মোজাম্মেল হক সংক্রমিত হয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ