আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শপিং মলসহ দেশের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। তবে, ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।
আজ রোববার দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত শপিং মল এবং দেশের সকল দোকান বন্ধ থাকবে।
এর আগে, করোনা ভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার পরবর্তী সময়সূচি এপ্রিল মাসে প্রকাশ করা হবে বলেও জানানো হয়। আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
-এএ