আওয়ার ইসলাম: কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের রোহিতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুনে ১টি দোকানের আংশিক এবং আপর ৪ টি দোকানের সম্পুর্ণ মালামাল পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে রোহিতপুর মাছ বাজারের পাশে সব চেয়ে বড় দোকান রহমান ষ্টোরসহ আরো চারটি দোকান আগুনে পুড়ে যায়।
আগুনে মুহুর্তের মধ্যেই এরশাদ ষ্টোর, রাজু ষ্টোর, আজহার ষ্টোর ও শাওন ষ্টোর সম্পূর্ণ পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
রহমান ষ্টোরের মালিক আব্দুর রহমান জানান, রাত সোয়া ১১টার দিকে হঠাৎ খবর আসে দোকানে আগুন লেগেছে। ৩০মিনিটেই সব পুড়ে ছাই হয়ে যায়। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই দোকানে থাকা নগদ টাকা, মালামাল এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সময় মত ফায়ার সার্ভিস পৌঁছাতে ক্ষতির পরিমাণ কম হয়েছে। এসময় দোকানগুলোর মালামাল যাতে কেউ নিতে না পারে সে ব্যপারে পুলিশ যথেষ্ট ভূমিকা রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, আমরা তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে চেষ্টা করছি। তদন্ত শেষে আলাপ আলোচনা সাপেক্ষে পরবর্তী করনীয় জানানো হবে।
-এএ