আওয়ার ইসলাম: দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকার কামরাঙ্গীরচরে দোকানপাট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় কাউন্সিলর। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এলাকায় মাইকিং করেও জানিয়ে দেয়া হচ্ছে।
ওয়ার্ড কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম মাদবরের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনার সংক্রমণ রোধে রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটি ও ছোট-বড় সব ধরনের খাবারের দোকান বন্ধ থাকবে।
তবে হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার, স্টেশনারি, হার্ডওয়্যার, মোবাইল ও ফ্লেক্সি লোডের দোকান এবং শুধু প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে।
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত জারি থাকবে। আর কেউ যদি এ নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম মাদবর বলেন, সব ধরনের খাবারের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। নিত্যপণ্য, ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া আর কোনো দোকান খোলা থাকবে না। বিষয়টি পুলিশকেও জানিয়ে দেয়া হয়েছে।
-এএ