আওয়ার ইসলাম: বিশ্ব নন্দিত ক্রিকেটার শহীদ আফ্রিদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভক্তদের ইসলামের শিক্ষা অনুসরণের পরামর্শ দিয়েছেন। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নিজেদের প্রতি খেয়াল রাখুন এবং পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব দিন।
রোববার উর্দু গণমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, একটি ভিডিও বার্তায় শহীদ আফ্রিদি এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমানের সঙ্কটাপন্ন পরিস্থিতি আমাদের সবার জানা। আমরা বিভিন্ন সময়ে বাইরের দেশগুলোর ভাল কাজের উদাহরণ দেই। তারা কিছু কিছু ক্ষেত্রে ইসলামের শিক্ষা অনুসরণ করে। যখন রমজান আসে তারা মুসলমানদের জন্য ত্রাণ পাঠায়। কিন্তু এখন আমাদের এই কঠিন পরিস্থিতিতে ধনী লোকজন দ্রব্যাদি ঘরে মজুদ করে রেখেছে- এর মাধ্যমে নিম্নশ্রেণীর জনগণের জীবনযাত্রায় মারাত্মক সংকট তৈরি হয়েছে। দাম বৃদ্ধি পাওয়ায় তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে।
আফ্রিদি বলেন, এসব ছেড়ে এখন আমাদের 'এক জাতি' হওয়ার সময় এসেছে। আমি এই জাতির একজন সুযোগ্য সন্তান। এই দেশ এবং এদেশের জনগণ আমাকে অনেক ভালবাসা দিয়েছে। আমি এখানের ছোট ছোট গ্রামে গিয়েছি, তাদের কষ্টকর দিনানিপাত দেখেছি। আমি চাচ্ছি তাদের মধ্যে আমার সামর্থ অনুযায়ী ত্রাণ বিতরণ করার। আর আমি আমার এই কাজে আপনাদেরও অংশগ্রহণের অনুরোধ জানাই।
ডেইলি পাকিস্তান অবলম্বনে বেলায়েত হুসাইন
-এএ