মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


‘করোনার মধ্যে উপ-নির্বাচন নির্বাচনী ব্যবস্থাকে আবারো প্রশ্নবিদ্ধ করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মধ্যে ভোটারবিহীন একতরফা উপনির্বাচনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, সারাদেশের মানুষ যখন করোনা ভাইরাসের মহামারিতে আতঙ্কিত, সরকার নিজেই জনসমাগমকে নিরুৎসাহিত করছে- এ সময় ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপ-নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে ইসি।

নেতৃদ্বয় আরও বলেন, বিরোধী দলের প্রার্থীদের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র দখলের পুনরাবৃত্তি ঘটিছে সরকারী দলের প্রার্থীদের ক্যাডাররা। পাঁচ-সাত ভাগ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না। সরকার ও নির্বাচন কমিশনের উচিত ছিলো, আজকের (শনিবারের) উপ-নির্বাচন স্থগিত করা। কিন্তু তা না করে মহামারির মধ্যে তিনটি সংসদীয় আসনে এভাবে একতরফা উপ-নির্বাচন নির্বাচনী ব্যবস্থাকে আবারো প্রশ্নবিদ্ধ করেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় করোন ভাইরাসের মহামারির মধ্যে ভোটাধিকার হরণের এ প্রশ্নবিদ্ধ উপনির্বাচনের ফলাফল বাতিলের জোর দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ