মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


স্থগিত হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত একটি আদেশের অপেক্ষায় সংসদ সচিবালয়।

আগামীকাল রোববার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। দু’দিনব্যাপী এই অধিবেশনে বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে প্রস্তাব সাধারণের ওপর আলোচনার কথা ছিল।

এ অধিবেশনে রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ ভাষণ দেবেন বলে সিদ্ধান্ত ছিল। এছাড়া সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ ৭৯ জন সংসদ সদস্য বঙ্গবন্ধুর ওপর আলোচনা করবেন বলে সিদ্ধান্ত হয়েছিল।

বিশেষ অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বক্তব্য দেয়ার কথা থাকলেও করোনার কারণে বিদেশিদের আপাতত আসা হচ্ছে না। এরপরও দু’দিনব্যাপী অধিবেশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু প্রতিদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় অবশেষে অধিবেশন স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ আদেশ দেবেন। সংসদ সচিবালয় রাষ্ট্রপতির এমন আদেশের অপেক্ষায় আছে।

রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন স্থগিতের আদেশ সম্পর্কিত ফাইল প্রস্তুত করা হচ্ছে। রাষ্ট্রপতির আদেশ সম্বলিত ফাইল সংসদে গেলে জানানো হবে।

ওই কর্মকর্তা জানান, অধিবেশন স্থগিত হচ্ছে এটা চূড়ান্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ