বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর উপন্যাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরেন তিনি দারুল উলূম রামপুরার কেনা জায়গা দখলের পাঁয়তারা, নির্মাণকাজে বাধা

পেছাল বেফাক পরীক্ষা, নতুন তারিখ নির্ধারণে বৈঠক ৩১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা আপাতত স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আগামী ৩১ মার্চ আবারও বৈঠকে বসবে মুরুব্বিরা। আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

আজ শনিবার রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে সংস্থাটির ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান, বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ও মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

মাওলানা আব্দুল কুদ্দুস আওয়ার ইসলামকে বলেন, আপাতত বেফাক পরীক্ষা মওকুফ করা হয়েছে। আগামী বৈঠকে নতুন তারিখ নির্ধারণ করা হবে। সব ধরণের পরীক্ষা নিয়ে তখনই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কওমি মাদরাসার দাওরায়ে হাদীসসহ সব ধরণের সমাপনী পরীক্ষা বিষয়ে আগামী ৩১ মার্চ আবারও বৈঠকে বসবে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

বৈঠক শেষে হাইয়াতুল উলইয়ার দপ্তর সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২১ মার্চ ২০২০, শনিবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কওমি মাদরাসার সকল পরীক্ষা বিষয়ে আগামী ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরণের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ