আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের সেনা ঘাঁটিতে তালেবানের হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে জাবুল প্রদেশের ঘাঁটিতে ওই হামলা চালানো হয় বলে জানা যায়। তবে এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।
গত ২৯ ফেব্রুয়ারি তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা শান্তিচুক্তির পর এটাই সেনাদের উপর প্রথম বড় হামলা। জাবুল প্রদেশের রাজধানী কালাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সদর দফতর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ার্মাল বলেন, কিছু অনুপ্রবেশকারী ঘুমন্ত সৈনিকদের ওপর হামলা চালিয়ে ওই হত্যাকাণ্ড ঘটায়।
জাবুল প্রদেশের প্রাদেশিক পরিষদ প্রধান আত জান হক বায়ান বলেন, ‘হামলায় আফগানিস্তানের সেনাবাহিনীর ১৪ সদস্য এবং পুলিশ বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে। আরো চারজন নিখোঁজ রয়েছে।
নিহতের সংখ্যা নিশ্চিত করে গভর্নর রাহামতুল্লাহ ইয়ার্মাল বলেন, হামলাকারীরা সেনাবাহিনীর দুটি হামভি যানে হামলা করে পালিয়ে যায়। তাদের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ ভর্তি একটি পিকআপও ছিল।
তালেবান ও আফগান সরকার প্রস্তাবিত বন্দি বিনিময় নিয়ে বিরতিহীন আলোচনা করে চলেছে। যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি অনুসারে পাঁচ হাজার তালেবান বন্দি মুক্তি দেয়ার কথা। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি মাত্র ১,৫০০ বন্দি মুক্তি দেয়ার ব্যাপারে একমত হয়েছিলেন। বাকি সাড়ে তিন হাজার বন্দি আলোচনা শুরুর পর মুক্তি দেয়া হবে বলে জানিয়েছিলেন।
তালেবানরা সরকারের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সরকার চুক্তি মোতাবেক বন্দি মুক্তিও শুরু করেনি। অনেকে ধারণা করছে এ হামলা তালেবানদেরই ছিলো। বন্দি মুক্তির বিষয়ে কোনো ফায়সালা না হওয়ায় এ হামলা চালানো হয়। সূত্র: দ্যা নিউইয়র্ক টাইমস
-এটি