মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


বিদেশফেরতদের হাতে কোয়ারেন্টাইনের সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরতদের হাতে কোয়ারেন্টাইনের সিল দেওয়া হচ্ছে। এতে তারা কত দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকবেন তার তারিখও উল্লেখ করা হচ্ছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার থেকেই তারা এ পদক্ষেপ নিচ্ছেন।

Syesta20-Mowdud

ইমিগ্রেশন পুলিশের অফিসার ইন চার্জ জানান, আমার বিদেশফেরত যাত্রীদের হাতে এ সিল দিচ্ছি যাদের জন্য হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। অন্য দেশেও এ ব্যবস্থা চালু আছে। সিলে কে কোন তারিখ পর্যন্ত ওই ব্যক্তিকে সবার থেকে বিচ্ছিন্ন থাকতে হবে তার উল্লেখ রয়েছে।

তিনি আরো জানান, এর ফলে যিনি নিয়ম ভঙ্গ করবেন তাকে কোয়ারেন্টাইনে ফেরত পাঠানো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সহজ হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ