আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার বন্ধ ঘোষণা করা হলো জাতীয় প্রেসক্লাবের সকল কার্যক্রম। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে প্রেসক্লাব।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রশাসনকে এ নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সব ধরনের ওয়াজ-মাহফিল ও তীর্থযাত্রা বন্ধেরও নির্দেশ দেয়া হয় ওই ভিডিও কনফারেন্স থেকে।
ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সে ছিলেন।
আরএম/