শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


ছয় মাস বিনামূল্যে চাল, ডাল, গম দেবে পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। তাদের কথা মাথায় রেখেই আগামী ছয় মাস রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শুক্রবার বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার আগে পশ্চিমবঙ্গের সচিবালয় ভবন নবান্নে এক সংবাদ সম্মেলনে রাজ্যবাসীর উদ্দেশে এ বার্তা দেন মমতা বন্দোপাধ্যায়।

একই সঙ্গে তিনি রাজ্যের জনগণের সুরক্ষার জন্য জরুরি ত্রাণ তহবিল তৈরির ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ৫০ শতাংশ সরকারি কর্মী বাড়ি থেকেই কাজের করবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ৭ লাখ ৮৫ হাজার মানুষকে আগামী ছয় মাস চাল, ডাল, গম বিনামূল্যে দেয়া হবে।

এছাড়াও তিনি আবারও সকলকে স্যানিটাইজার ও মাস্ক ব্যাবহারের পরামর্শ দেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে মাস্কের পরিবর্তে কাপড় ব্যবহারের পাশাপাশি ঘর থেকে বের না হবার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, ভারতে ২০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে এরই মধ্যে চারজনের প্রাণহানি ঘটেছে। পশ্চিমবঙ্গের কলকাতাতেও দ্বিতীয় করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ