আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে । একইসাথে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। অন্যায়, অত্যাচার, অনাচার, পাপাচার পরিহার করে সবাইকে তাওবাহ-ইস্তিগফার করেত হবে। সবসময় পাক-পবিত্র থাকা এবং হালাল খাদ্য গ্রহণে সচেষ্ট হতে হবে।
শুক্রবার জুমার পর করোন ভাইরাসের সংক্রমণ থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর মুক্তি কামনায় খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিশেষ দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আব্দুল কাদের বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চাল, তেল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে জঘন্য অন্যায় করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
বৈশ্বিক মহামারী করোন ভাইরাসের সংক্রমণ থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।
এর আগে জুমার নামাজের পূর্বে বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেইট মুসল্লিদের মধ্যে খেলাফত মজলিসের পক্ষে থেকে হ্যান্ড স্যানিটাইজার ও করেনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া সারাদেশের বিভিন্ন মসজিদে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররম উত্তর গেইটে ঢাকা মহানগরী সহসভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী।
সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, হাজী নূর হোসেন, ঢাকা মহানগরী যুগ্মসম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, মুহা. আবুল হোসেন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, এইচ এম হুমায়ুন কবির আজাদ, হাজী হারুনূর রশীদ, এ্যাডভোকেট এস এম সানাউল্লাহ, আমীর আলী হাওলাদার, মুহা. আবুল কালাম, ছাত্র মজলিস নেতা কে এম ইমরান হোসাইন, আহসান আহমদ খান প্রমুখ।
-এএ
