আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি দ্রুতই খারাপের দিকে যাচ্ছে। তাই পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে আরো ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ বরাদ্দের কথা উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এ ব্যাপারে অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ভাইরাসের সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসার জন্য এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগের অনুকূলে সচিবালয় অংশের সাধারণ খাত থেকে এ টাকা বরাদ্দ দেয়া হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বরাদ্দকৃত এ টাকা চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, জনসচেতনতায় প্রকাশনা এবং কেমিক্যাল রি-এজেন্ট খাতে ব্যয় করা হবে। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে।
সেগুলো হলো- পাবলিক প্রোকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং পাবলিক প্রোকিউরমেন্ট রুলস-২০০৮ অনুসরণসহ সরকারি আর্থিক নিয়মাবলী যথাযথভাবে মেনে চলতে হবে। এ অর্থ করোনাভাইরাস প্রতিরোধ ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। যদি কোনো টাকা ব্যয় না হয় তাহলে তা ৩০ জুনের মধ্যে ফেরত দিতে হবে। এ ছাড়া কোন কোন খাতে টাকা ব্যয় হচ্ছে তা প্রতি ১০ দিন পর পর অর্থ বিভাগকে জানাতে হবে।
এদিকে, গত বুধবার এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, করোনার চিকিৎসা ও প্রতিরোধে যত টাকা লাগে তা দিতে সরকার প্রস্তুত। দরকার হলে চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরি করা হবে।
-এএ