মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


করোনা: দেশে জুমার সুন্নত-নফল নামাজ ঘরে পড়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জুমার সুন্নত ও নফল নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শুক্রবার (২০ মার্চ) ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা মহামারি আকার ধারণ করায় দেশে এর সংক্রমণ ঠেকাতে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাবার আগে বাসায় অজু করে সুন্নত ও নফল নামাজ পড়ে, শুধুমাত্র ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যেতে মুসুল্লিদের আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য পরামর্শ দেওয়া হলো।

যারা ইতোমধ্যে বিদেশ থেকে এসেছেন তারা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সংস্পর্শে এসেছেন এমন সবাইকেই কোয়ারেন্টিন সময় শেষ না হওয়া পর্যন্ত মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। বর্তমান অবস্থায় কোনো ধর্মীয় সমাবেশ আয়োজন না করার জন্যও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়টি দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করা ও করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেবদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ