আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজন বেড়ে মোট ১৭ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত হওয়া তিনজনই একই পরিবারের সদস্য, যাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। তাদের পরিবারের একজন ইতালি ফেরত।
আজ বৃহস্পতিবার দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা একজনই।
করোনা ভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) খোলা হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান তিনি।
আইইডিসিআরের পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাসকে আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের পিপি সরবরাহ করা হচ্ছে। আরো এক লাখ নতুন কিট ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আনা হচ্ছে।
সংবাদ সম্মেলনে দেশের নাগরিকদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়াও বিদেশফেরতদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।
-এএ