মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাফরুল থানার এএসআই ছিলেন। তার বাড়ি পাবনার সাঁথিয়ায়।

কাফরুল থানার ওসি মুহা. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে ছিনতাই করে এক ছিনতাইকারী পালাচ্ছিলেন। তাকে ধরতে ধাওয়া করে টহলরত পুলিশের একটি দল। এসময় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় আলিফ পরিবহনের একটি বাস কাফরুল থানার এএসআই জাহাঙ্গীরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আলিফ পরিবহনের বাসটি পুলিশ জব্দ করলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ