মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


হুফফাজুল কুরআন বাংলাদেশের আওতাধীন সব মাদরাসা বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবাের্ড আওতাধীন সব মাদরাসা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

অফিসিয়াল ফেসবুক পেইজে হুফফাজুল কুরআনের সাধারণ সম্পাদক হাফেজ মােঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবাের্ডের ২০২০ সনের ১০ম বার্ষিক পরিক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত সব মাদরাসা বন্ধ থাকবে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানাে হবে।

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস বা কেভিড-১৯। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

এদিকে দাওরায়ে হাদীসসহ কওমি মাদরাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে মুরুব্বিদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এ বৈঠকে সভাপতিত্ব করেছেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।

আরো পড়ুন-

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ