মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


পরিস্থিতি বুঝে কিছু এলাকা শাটডাউন করা হতে পারে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের (কভিড-১৯) কারণে পরিস্থিতি বুঝে কিছু কিছু এলাকা শাটডাউন করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

করোনা নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে এখনো শাটডাউন করার মতো পরিস্থিতি হয়নি। পরিস্থিতি বুঝে কিছু কিছু এলাকা শাটডাউন করে দেওয়া হতে পারে।’

এছাড়া প্রয়োজন হলে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনা শনাক্তের কিটস ও যন্ত্রপাতির কিছু ঘাটতি আছে। তবে সেটি পূরণের চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, প্রথমদিকে বিমানবন্দরে স্ক্রিনিংয়ে কিছুটা সমস্যা হলেও এখন সে সমস্যা নেই। সেতুমন্ত্রী আরো বলেন, ‘করোনা আমাদের নতুন অভিজ্ঞতা। এ ধরনের সমস্যা ফেস (মোকাবিলা) করার মতো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। করোনা আমাদের জাতীয় শত্রু। তাই দলমত নির্বিশেষে সবাইকে মিলে এর মোকাবিলা করতে হবে।’

এ সময় মুজিববর্ষের বর্ণাঢ্য আয়োজন স্বতঃস্ফূর্তভাবে পালন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ