মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


করোনা: শুক্রবারের দোয়া কর্মসূচী সফল করার আহ্বান খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বৈশিক মহামারি করোনাভাইরাস থেকে দেশ, জাতি ও বিশ্ববাসীর হেফাজতের জন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে। সবাইকে বেশি বেশী তাওবাহ-ইস্তিগফার করতে হবে। অনৈতিকতা, জুলুম ও পাপ-পঙ্কিলতার পরিত্যাগ করতে হবে।

একইসাথে আতঙ্ক পরিহার করে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। করেনাভাইরাস সংক্রমণ রোধে করণীয় বিষয়াবলী প্রতিপালনে সবাইকে যত্নবান হতে হবে। তিনি করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য আগামী ২০ মার্চ শুক্রবার সারাদেশে দোয়ার কর্মসূচী সফলের আহ্বান জানান। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ আহ্বান করেন।

গতকাল সন্ধ্যা ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সাভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখের সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোঃ আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ডাঃ রিফাত হোসেন মালিক, মাওলানা আজীজুল হক, মুফতি ওযার্য়ে আমীন প্রমুখ।

বৈঠকে আগামী ২০ মার্চ থেকে অনুষ্ঠিতব্য খেলাফত মজলিসের সাংগঠনিক পক্ষের কর্মসূচী স্থগিত করে তার পরিবর্তে দেশব্যাপী ‘ ‘করোনাভাইরাস সচেতনতা অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত গ্রহীত হয়। এ অভিযানের মধ্যে করেনাভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আগামী ২০ মার্চ দেশব্যাপী বিশেষ দোয়া কর্মসূচী সফলে দেশবাসীর প্রতি আহ্বান জানান হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ