আওয়ার ইসলাম: ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে জানা গেছে, ওই জওয়ান লাদাখের বাসিন্দা। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই ওই জওয়ানকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
ওই সেনা ল্যান্সনায়েক পদে রয়েছেন। গত সোমবারর নমুনা পরীক্ষার তার রিপোর্ট পজিটিভ আসে। ওই সেনা জওয়ানের বাবা সম্প্রতি ইরান থেকে ফিরেছিলেন। তিনিও এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসা শুরু হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী ও বোনকে লাদাখে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সব মিলিয়ে এখন লাদাখে আক্রান্তের সংখ্যা ৮ জন। সারা ভারতে এই সংখ্যা ১৪৮। কলকাতায় ১ জন আক্রান্ত।
-এটি