মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


সৌদি আরব থেকে ৩৯৪ যাত্রী নিয়ে ফিরছে বিশেষ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আটকা পড়া ২৯৯ জনসহ মোট ৩৯৪ জনকে নিয়ে দেশে ফিরছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বলেন, দেশে ফেরার পর তাদের প্রথমে স্ক্রিনিং করা হবে। এরপর কারো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে তাকে সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হবে। আর যদি কোনো উপসর্গ না দেখা দেয় তাহলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

বিমানের বিশেষ এই ফ্লাইটটি (বিজি-২৩৬) স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তাই এ সময়ের মধ্যে কেউ সৌদির বাইরে যেতে পারবেন না। ফলশ্রুতিতে আটকা পড়া যাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট পাঠায় বিমান।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে বাংলাদেশ। পাশাপাশি যুক্তরাজ্য ছাড়া ইউরোপের আর কোনো দেশের যাত্রী বাংলাদেশে ঢুকতে পারবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ