শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


সব বেসরকারি হাসপাতাল রাষ্ট্রায়ত্ব করল স্পেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের প্রদুর্ভাব মোকাবেলায় স্পেনের সব বেসরকারি হাসপাতাল জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

গতকাল সোমাবার স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইলা এ সংক্রান্ত একটি ঘোষণা দেন। খবর রয়টার্স।

তিনি বলেন, দেশজুড়ে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ অব্যাহত থাকায় সব বেসরকারি হাসপাতাল জনসাধারণের জন্য নিয়ন্ত্রণ করবে সরকার। এখন থেকে হাসপাতালগুলো সরকারের অধীনে পরিচালিত হবে। ভাইরাসের প্রাদুর্ভাব নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো বলেন, স্পেনে যেসব কোম্পানি মেডিকেল সরঞ্জাম উৎপাদন করে তাদের সঙ্গে যোগাযোগ করবে সরকার। সেইসঙ্গে মেডিকেলের চতুর্থবর্ষের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য নির্দেশ দেয়া হল।

গতকাল সোমবার পর্যন্ত স্পেনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। মারা গেছেন ৩০৯ জন। এরআগে গত সপ্তাহে দেশটিতে সব শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক প্লেস বন্ধ ঘোষণা করে দেয়া হয়। জারি করা হয় জাতীয় জরুরি অবস্থা। প্রয়োজনীয় ওষুধ ও খাবার কেনা ছাড়া নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়।

করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে হানা দিয়েছে। কেড়ে নিয়েছে ৭ হাজার ১৭৪ জনের প্রাণ। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭২৫ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ