মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


চট্টগ্রাম নূরানী তা’লীমুল কুরআন বোর্ড ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের নূরানী তা’লীমুল কুরআন বোর্ড -এর পরিচালিত সকল নূরানী মাদরাসা ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চট্টগ্রামের নূরানী তা’লীমুল কুরআন বোর্ডটির মহাসচিব মুফতি জসিম উদ্দীন সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়েছে, ১. করােনা ভাইরাসের কারনে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী নূরানী তা'লীমুল কুরআন বাের্ড চট্টগ্রাম বাংলাদেশের পরিচালনাধীন সকল নূরানী মাদরাসা ১৭ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ইং তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।

২. ছাত্র-ছাত্রীরা ঘরে অবস্থানকালীন সময়ে ২৬ এপ্রিল প্রথম সাময়িক পরীক্ষা ২০২০ইং ও রমজানভিত্তিক মাদরাসা সমূহের ১৪৪১ হিজরীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি গ্রহন করবেন এবং বাের্ডের বাের্ড ফি ও নির্দিষ্ট পরীক্ষার ফি ৩১ মার্চ ২০২০ইং মধ্যে আদায় করার জন্য অনুরােধ করা হলাে।

৩. ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ সন্তানদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, নিজ ঘর-বাড়ী এবং এলাকা পরিষ্কার রাখবেন এবং মহান আল্লাহর তায়ালার কাছে দরূদ ও ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ