শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


ইসলায়েলে ‘ব্যাটা চীনা করোনা রোগী’ বলেই যুবককে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের তাইবেরিয়াস শহরে আম শালেম সিংসন নামের এক ভারতীয় বংশোদ্ভূতকে চীনা ভেবে বেধড়ক মারধর করা হয়েছে।

এ যুবক ‘নেই মেনসে’ নামে এক আদিবাসী গোষ্ঠীর সদস্য। ভারতের মণিপুর ও মিজোরামে ওই গোষ্ঠী বসবাস করে। সিংসন তিন বছর আগে ইসরায়েলে গিয়েছিলেন।

সিংসনের বয়স ২৮। বুকে গুরুতর আঘাত নিয়ে তিনি পোরিয়া হাসপাতালে ভর্তি আছেন। ইসরায়েলের এক টিভি চ্যানেলে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে পুলিশের ধারণা হয়েছে, মূলত দু'জন ওই যুবকের ওপরে আক্রমণের জন্য দায়ী। তাদের খোঁজ চলছে।

সিংসন পুলিশকে জানিয়েছেন, তিনি আক্রমণকারীদের বোঝাতে চেষ্টা করেছিলেন, তার কোভিড-১৯ রোগ হয়নি। তিনি চীনা নাগরিকও নন। কিন্তু তারা কোন কথা শোনেনি। তারা, ব্যাটা চাইনিজ, করোনা নিয়ে এসেছে; বলেই বেধড়ক মারধর করা শুরু করে!

শাভেই ইসরায়েল নামে এক সংস্থা ইসরায়েলে নেই মেনসে গোষ্ঠীর সদস্যদের অভিবাসনের ব্যবস্থা করে। সেই সংগঠনের চেয়ারম্যান মাইকেন ফ্রিউন্ড বলেন, 'এই ধরনের জাতিবিদ্বেষী হামলা হবে আমরা ভাবতেই পারিনি। আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করতে হবে।'

করোনাভাইরাস ছড়িয়েছে ইসরাইলেও। সেখানে এখন পর্যন্ত ৩০৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তবে ইহুদী রাষ্ট্রটিতে এখনও কোনো প্রাণহানী ঘটায়নি করোনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ