বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলীমুজ্জামান পদত্যাগ করবেন বলে সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়েছেন।

তিনি অভিযোগ করেছেন, ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়নে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ ঢাকার একটি প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সেসব তথ্য-প্রমাণসহ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর কথা ভাবছেন তিনি।

গতকাল সোমবার রাত ৯টা ৩৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলীমুজ্জামান একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘ইবিতে আর চাকরি করা হলো না আমার। রিজাইন করব, ইনশাআল্লাহ।’

এই স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে রাতে তিনি বলেন, ‘একটা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। ব্ল্যাকমেল করার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এই চক্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের লোকও আছে। ওই লোকের বিরুদ্ধে ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সবচেয়ে বেশি নিউজ হয়েছে। তারপরও তাঁর কিছু হয় না।’

তিনি আরও বলেন, ‘হুমকি দেওয়ার ডকুমেন্ট আমার কাছে আছে। প্রধানমন্ত্রীর কাছে যাব, তাকে সব বলে দেব।’ তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পদত্যাগ করবেন বলে জানান।

তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি জিডি করেননি বা পদত্যাগপত্র জমা দেননি। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: রশীদ আসকারী জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন ব্যাক্তি টেন্ডার বাজ প্রক্রিয়ায় যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে সকল ধরনের নিরপত্তা দেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ