বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


বৈঠকে বসছে বেফাক, আসতে পারে কওমি মাদরাসা বন্ধের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (সোমবার) বিকেলে জরুরি বৈঠকে বসতে চলেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’।

বেফাক সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে কওমি মাদরাসার কার্যক্রম স্থগিত থাকবে কিনা এ বিষয়ে আলোচনা করতেই বৈঠক ডেকেছে বেফাক।

এ বিষয়ে জানতে চাইলে বেফাকের মহাসচিব ও ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস আওয়ার ইসলামকে জানান, ‘বিকেলে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ‘মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। ’

যোগাযোগ করা হলে হলে বেফাকের মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমেদ চৌধুরীও একই কথা বলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ