শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


প্রধানমন্ত্রীত্ব হারাচ্ছেন নেতানিয়াহু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন, আর তার জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেনারেল বেনি গান্তজ। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন গান্তজ।

পার্সটুডের বরাতে জানা যায়, গতকাল রোববার ইসরায়েলের আরব কোয়ালিশনের সমর্থন নিশ্চিত করেছেন বেনি গান্তজ। এর ফলে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন পেয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে তাই আর কোনো বাধা থাকছে না বেনি গান্তজের।

উল্লেখ্য, গত এক বছরের কম সময়ে ইসরায়েলে তিনদফা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতো শেষবারের নির্বাচনেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংসদীয় আসন পায়নি নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট।

সরকার গঠনের জন্য নেতানিয়াহু ঐকমত্যের মাধ্যমে একটি মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছিলেন বেনি গান্তজকে। ওই প্রস্তাবে সাড়া দেননি গান্তজ। পরে আরব কোয়ালিশনের সমর্থন পান তিনি। এই সমর্থন পাওয়ার পর তিনি নিজেই এখন ইসরায়েলের সরকার গঠন করতে পারবেন।

এখন পর্যন্ত ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করেছেন গান্তজ। সংসদের মোট আসন সংখ্যা ১২০টি। তাই গান্তজ যদি সরকার গঠন করেন তাহলে দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহুর বিদায় নিশ্চিত হবে।

নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে সেখানকার প্রেসিডেন্ট রুভেন রিভলিন রোববার বলেছেন, যদি বেনি গান্তজ সরকার গঠনের উদ্যোগ নেন তাহলে তাকে সেই সুযোগ দেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ