আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করার যে দাবি উঠছে সে প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি আমাদের উচ্চ পর্যায়ে আলোচনায় আছে। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সময় মতো এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আজ রোববার (১৫মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশিদের না ফেরার জন্য সরকারের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করেছে। আমাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। এরকম একটা জনবহুল দেশ করোনা ছড়িয়ে পড়লে তার প্রতিক্রিয়া কী হতে পারে আপনারা বুঝতে পারছেন।
ইউরোপ, ইরানের মতো দেশ করোনায় আক্রান্ত। এই ভাইরাসে বিশ্বের ১৪৯টি দেশ আক্রান্ত হয়েছে। এখন বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। কেবলমাত্র চীন কন্ট্রোল করছে। তারা কিভাবে কন্ট্রোল করতে পেরেছে, সে বিষয়টি শেয়ার করার জন্য আমাদের কাছে তাদের একটি চিঠি এসেছে। তারা প্রয়োজনে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে।
তিনি বলেন, করোনা মোকাবিলায় আমরা এখন পর্যন্ত প্রস্তুত আছি। প্রথম থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সব শাখাকে প্রস্তুত করেছেন। আমাদের সরকার যেমন প্রস্তুত, আমাদের দল ও প্রস্তুত রয়েছে।।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ড. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
-এটি