মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


সাংবাদিকের উপর নির্যাতন এবং জেল-জরিমানার ঘটনায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামে বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে নির্যাতন এবং জেল-জরিমানার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, প্রশাসনের এক শ্রেণির কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপর জুলূম নির্যাতন চালাচ্ছে। সাংবাদিক আরিফুল ইসলামকে যে কায়দায় মধ্যরাতে বাসা থেকে ধরে নিয়ে নির্যাতন করে জেল-জরিমানা করা হয়েছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানায়।

তারা আরও বলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসকের আক্রোশ মেটানোর জন্য একজন সাংবাদিকের উপর এহেন জুলুম- নির্যাতন কোনভাবেই গ্রহনযোগ্য নয়। সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতন, জেল-জরিমানার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক আরিফুল ইসলামের উপর দায়ের করা সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ