মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ইতালি থেকে ফিরলেন আরও ১৫৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫৫ জন বাংলাদেশি। আজ রোববার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, প্রাথমিকভাবে তাদের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। দেয়া হয়েছে হেলথ কার্ড, যেখানে যাত্রীর শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দেয়া আছে। আপাতত তাদেরকে আশকোনা হজ ক্যাম্পের অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা হবে।

এর আগে গতকালও দুই দফায় ইতালি থেকে ফিরেছেন অনেকে। শনিবার সকাল ১০টায় ফিরেছেন ১৪২ জন এবং ওইদিনই রাত ১টা ৪০ মিনিটে ফিরেছেন ৫৫ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বজুড়ে মহামারীর রূপ নেয়া করোনা ভাইরাসের নতুন কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ। আর চীনের পর ইউরোপের দেশ ইতালিই সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে। বিশ্বের ১৩৫টি দেশ ও অঞ্চলে প্রায় দেড় লাখ মানুষ ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে প্রায় সাড়ে পাঁচশ মানুষের। এর মধ্যে ইতালিতে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে প্রায় ২০ হাজারে, প্রাণ গেছে অন্তত ১৩ শ’ মানুষের।

ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালি সরকার চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করাসহ কঠোর ব্যবস্থা নেয়ায় কার্যত অবরুদ্ধ দশার মধ্যে রয়েছে দেশটির সাড়ে ছয় কোটি মানুষ। আর এই পরিস্থিতিতে দলে দলে দেশে ফিরতে শুরু করেছেন সেখানে থাকা বাংলাদেশিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ