আওয়ার ইসলাম: মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রূপনগর বস্তিবাসীর ভাগ্য কোন্ দুষ্কৃতিকারীর লালসার লেলিহান শিখায় পুড়ে ছাই হলো কি না, তা অবিলম্বে খুঁজে বের করতে হবে। অতিতের মতো প্রশ্নবিদ্ধ ও আইওয়াশের তদন্ত কমিটি না করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি এখন তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের নূন্যতম মানবিক সেবা নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের একটি প্রতিনিধিদল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
-এএ