আওয়ার ইসলাম: ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা ১ মিনিটে সারাদেশে ব্ল্যাকআউট (বাতি নিভিয়ে অন্ধকার) কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে দেশের জরুরি স্থাপনা এ কর্মসূচির বাইরে থাকবে বলে জানান তিনি।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাশেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস। এদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য সারাদেশে ব্ল্যাকআউট পালন করা হবে। দেশবাসীকে এদিন এক মিনিটের জন্য বাতি নিভিয়ে অন্ধকার রাখার জন্য অনুরোধ করছি।
তিনি বলেন, ২৫ এবং ২৬ শে মার্চের আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে আজকে বৈঠকে আলোচনা হয়েছে। অনুষ্ঠানগুলোর সীমিত আকারে করা হবে। এদিন বাইরে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। গণজমায়েতের ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
মন্ত্রী বলেন, সাভার স্মৃতিসৌধে যেহেতু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাবেন সেজন্য যতো ধরনের নিরাপত্তা দরকার, ততো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হবে। ওখানে অতিথি থাকবে সীমিত।
২৬ শে মার্চ হাসপাতাল ও জেলখানায় উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। আজ জাতীয় দিবসের অনুষ্ঠানও সংক্ষিপ্ত করার কথা জানালেন মন্ত্রী।
-এএ