আওয়ার ইসলাম: মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাইয়ের পীর)। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের পেছনে কোন অশুভ শক্তি জড়িত কিনা তা খতিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, রূপনগর বস্তিতে বার বার অগ্নিকাণ্ড হচ্ছে। কিছুদিন আগে সিটি করপোরেশন নির্বাচনে পূর্বেও এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এখানকার বাসিন্দাদের অভিযোগ কোনো একটা প্রভাবশালী মহল তারা ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে দিয়ে এখানে বিভিন্ন রকমের হাউজিং নির্মাণ করতে প্রচেষ্টা চালাচ্ছে। এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য খুঁজে বের করার দাবি জানান।
চরমোনাইয়ের পীর বস্তিতে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
-এএ