আওয়ার ইসলাম: চট্টগ্রামের খ্যাতনামা আলেম সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদরাসার সাবেক অধ্যক্ষ, দেওদিঘী কাছেমুল উলুম মাদরাসার সাবেক মুহতামিম ও অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের পিতা মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহর একজন প্রথিতযশা আলেমে দীন ছিলেন। ইসলামি শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শোক বার্তায় খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
-এএ