মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ডেঙ্গু নিয়ে দুই সিটিকে সতর্ক করলো হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে ঢাকার দুই সিটি করপোরশেনকে আগাম সতর্ক বার্তা দিয়েছে আদালত। পরিস্থিতি যাতে জটিল আকার ধারণ না করে সে জন্য ডেঙ্গুর জীবানুবাহী মশক নিধনে এখন থেকেই কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা উচিৎ বলে মন্তব্য করেছে হাইকোর্ট।

একই সঙ্গে ঢাকার বায়ুদুষণ নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশনের পদক্ষেপ জানতে চেয়েছে আদালত। ২৯ মার্চের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে করা এক রিট আবেদনের ওপর শুনানিতে বুধবার এ সতর্কবার্তা ও আদেশ দেয় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। ঢাকা দক্ষিণ সিটির পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। উত্তর সিটির পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু।

ঢাকার বায়ুদূষণ রোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত বছরের ২৭ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এরপর একাধিকবার শুনানি নিয়ে হাইকোর্ট বায়ুদুষণরোধে বেশ কিছু নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার শুনানি হয়। গত বছর ডেঙ্গু ও চিকনগুনিয়ায় ব্যাপক আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে হাইকোর্টের একাধিক বেঞ্চ ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতি উষ্মা প্রকাশ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ