শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


উহানের সব অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দিয়েছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উহানের সব অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দিয়েছে চীন। আজ মঙ্গলবার চীনা সংবাদ সংস্থা শিনহুয়ার বরাতে এ তথ্য জানায় রয়টার্স।

জানা যায়, ভাইরাসটির প্রাদুর্ভাব মোকাবেলায় উহানের সরকারি জিমনেসিয়াম, প্রদর্শনী কেন্দ্র ও কয়েকটি ইনডোর স্টেডিয়ামকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করে শহর কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন স্থানে এরকম ১৬টি হাসপাতাল তৈরি করা হয়।

শহরের আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করে এর নামকরণ করা হয় জিয়ানহান হাসপাতাল। এক হাজার ৫৬৪ বেডের এই হাসপাতালটি অস্থায়ী হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বড়। গতকাল সোমবার এটি বন্ধ করে দেয় শহর কর্তৃপক্ষ।

হাসপাতালের কয়েকজন কর্মকর্তা জানান, স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় হাসপাতাল থেকে শেষ ব্যাচের ৩৪ জন রোগী ছাড়পত্র নিয়ে চলে গেলে হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়।

রয়টার্স বলছে, এসব অস্থায়ী হাসপাতালগুলোতে চীনের বিভিন্ন অঞ্চল থেকে আসা ২১টি মেডিকেল টিম ও উহানের ৬টি হাসপাতালের কর্মীরা কাজ করেছেন। গত ৫ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এসব হাসপাতালে গতকাল সোমবার পর্যন্ত ১২ হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন।

উহানে ভাইরাসের কারণে নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে আসায় এসব অস্থায়ী হাসপাতালগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শহর কর্তৃপক্ষ। সেইসঙ্গে এখানে যারা এতদিন কর্মরত ছিলেন তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ