মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


সমমনা ইসলামী দলগুলোর ১২ মার্চের মানববন্ধন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে প্রবেশ করতে না দেয়ার ঘোষণা দিয়ে সমমনা ইসলামী দলগুলোর ডাকা ১২ মার্চের মানববন্ধন স্থগিত করা হয়েছে।

আজ সোমবার সমমনা ইসলামী দলগুলোর সংবাদ সম্মেলনে সমমনা ইসলামী দলগুলোর নেতারা এ ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন, হত্যাকাণ্ড চালাচ্ছে। বাংলাদেশে সম্প্রীতির সুন্দর পরিবেশ বিরাজ করছে। এমন সময় কোনোভাবেই মোদিকে এখানে ঢুকতে দেয়া হবে না। মোদিকে ঠেকাতে ১২ মার্চের মানববন্ধন স্থগিত করা হলো।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে থেকে এ মানববন্ধনের ঘোষণা দেয়া হয়। আগামী ১২ মার্চ বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধনের পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী এবং সদরঘাট থেকে টঙ্গী পর্যন্ত মানবপ্রাচীর তৈরির কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়েছিল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলও বের করার কথা ছিলো। মোদির সফর বাতিল হওয়ায় এ মানববন্ধন স্থগিত করেন তারা।

মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোস্তফা তারেকুল হাসান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

মুফতি মনির হোসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হুসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সহপ্রচার সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, মাওলানা এ বি এম শরীফুল্লাহ, মাওলানা ছানাউল্লাহ মাহমুদী। এছাড়াও ৪৮টি সমমনা ইসলামী দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ