আওয়ার ইসলাম: চীনে উদ্ভব হওয়া করোনাভাইরাস শতাধিক দেশকে কাঁপুনি ধরিয়ে অবশেষে বাংলাদেশকেও স্পর্শ করেছে। ইতোমধ্যে তিনজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ( আইইডিসিআর) পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বরং সতর্কতা ও এ সংক্রান্ত নির্দেশনাগুলো মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে সর্বাত্মক সহযোগিতা নিতে উল্লিখিত সংস্থাটির কাছে পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে হটলাইন চালু করেছে আইইডিসিআর কর্তৃপক্ষ।
নম্বরগুলো হলো- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫। এসব নম্বরে ফোন করলে জানা যাবে করোনাভাইরাসের স্বাস্থ্যবিষয়ক তথ্য ও পরামর্শ।
অন্যদিকে বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন নিজ গৃহে অবস্থানের পরামর্শ দেয়া হয়েছে। জ্বর, গলা ব্যাথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
-এএ