মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

শামীমের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের না জানাটা দুঃখজনক: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসাম: ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হওয়া যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীম গোপনে হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন, যা জানতো না রাষ্ট্রপক্ষ।

বিষয়টি গতকাল শনিবার গণমাধ্যমে প্রকাশের পরই তোলপাড় শুরু হয়। যদিও আজ রোববার তার জামিন বাতিল করেছে আদালত। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর মুখ খুললেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ‘জি কে শামীমের হাইকোর্ট থেকে জামিন নেওয়ার ব্যাপারে রাষ্ট্রপক্ষের না জানার বিষয়টি অত্যন্ত দুঃখনজক।’

রাজধানীর আগারগাঁওয়ের হোটেল প্যান প্যাসিফিকে রোববার দুপুরে ‘ব্যবসা সহজীকরণের সম্পত্তি নিবন্ধন সূচক নিয়ে কর্মশালা ও মতবিনিময় সভা’ শেষে জি কে শামিমের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের না জানা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আইনে স্পষ্ট বলা আছে, জামিনের ব্যাপারে উভয় পক্ষকেই শুনতে হবে। ডেপুটি অ্যাটর্নি যে বলেছিলেন, তিনি কিছু জানতেন না, সেটার তদন্ত করা হবে।’

ইতোমধ্যে ওই জামিন বাতিল করা হয়েছে উল্লেখ আনিসুল হক বলেন, ‘আমি এ নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। এই ঘটনায় কোনো গাফিলতি ছিল কিনা, দ্রুত তা দেখার জন্য বলেছি। এ ছাড়া গতকালই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপিল করা হবে এ জামিন আদেশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তো তার জামিন বাতিল করা হয়েছে।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের কার্যালয়ে অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। ওই সময় বিপুল পরিমাণ মাদক এবং নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র, একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের সাতটি শটগান-গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করার হয়। গত বছরের ওই অভিযানে জি কে শামীমের সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ