আওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মুজিববর্ষ পালন করছে না বিএনপি ও তাদের মিত্ররা। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াপনারই পরিচয় বহন করে।
শুক্রবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি এলাকায় নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, এদেশের স্বাধীনতা প্রিয় মানুষের কাছে মুজিববর্ষ একটি উৎসবে পরিণত হয়েছে। অথচ রাজনৈতিক কারণে বিএনপি এ উৎসবের বিরোধিতা করে আসছে। এসব কর্মকাণ্ড তাদের রাজনৈতিক হীনমন্যতার পরিচয় বহন করে। বঙ্গবন্ধুর মতো একজন মানুষের জন্মশতবার্ষিকী উদযাপন করা সত্যিই আমাদের ভাগ্যের ব্যাপার। বিএনপি এগুলো কোনোদিনই বুঝবে না।
নাসিম আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনেকের জীবনে আসেনি আর কোনোদিন আসবেও না। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে অনেক আগেই। এখন তারা নানা কার্যক্রমে সেসব দেউলিয়াপনার পরিচয় দিচ্ছে। তাই তারা মুজিবর্ষ উদযাপনে অংশ নিচ্ছে না।
-এএ