আওয়ার ইসলাম: ইশরাক হোসেন বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা প্রস্তুত থাকুন, যেদিনই আন্দোলনের ডাক আসবে, রাস্তায় নামতে হবে।’
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী ছাত্র-ছাত্রী ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারাবরণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মানব সভ্যতার ইতিহাসে কোনো গণতন্ত্রকামী আন্দোলন একদিনে ঘটেনি। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু একদিনে সংঘটিত হয়নি। তাই সামনে আমাদের চলার পথ অনেক কঠিন হবে। এটা কোনো সাধারণ স্বৈরাশাসক নয় যে, খুব সহজেই পতন করা যাবে। কারণ বাংলাদেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখার জন্য দেশি-বিদেশি চক্রান্তও রয়েছে।’
ইশরাক বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আমরা তেমনভাবে করতে পারিনি। তবে সামনে যে পারব না, তা নয়। তার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। যখনই ডাক আসবে তখনই যেন আমরা রাজপথে নামতে পারি, সেই মনমানসিকতা ঠিক করতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় দায়িত্ব আবারও দেশকে মুক্ত করা। কারণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল এটা। তাই স্বৈরশাসকের হাত থেকে দেশকে মুক্ত করার দায়িত্ব এ দলের ওপরই পড়ে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার, চোর, বাটপার, সম্রাট, পাপিয়া, ব্যাংক ডাকাত শেয়ারবাজার লুণ্ঠনকারীদের ওপর ভর করে বেঁচে আছে। এদের হাত থেকে দেশের জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। তার জন্য যে আন্দোলন দরকার, তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
-এএ