আওয়ার ইসলাম: দুদকের মামলায় সরকারী দলের এক সাবেক এমপি ও তার স্ত্রীকে জামিন না দেয়ায় পিরোজপুর জেলা ও দায়রা জজকে তাৎক্ষনিকভাবে প্রত্যাহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
গনমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, পিরোজপুর জেলা ও দায়রা জজকে তাৎক্ষনিক প্রত্যাহারের ঘটনা প্রমান করে যে, সরকার নির্লজ্জভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। দলীয় স্বার্থে বিচার বিভাগকে ব্যবহার কারা হচ্ছে। সরকারের ইচ্ছেমত রায় বা পদক্ষেপ না নিলে বিচারককে বদলি, প্রত্যাহারসহ নানা হয়রাণির শিকার হতে হয় পিরোজপুরের ঘটনা তার সর্বশেষ বহি:প্রকাশ।
তাতে তারা আরও বলেন, গত মঙ্গলবার দুদকের মামলায় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার স্ত্রীর জামিনের আবেদন নাকচ করার পর পিরোজপুর জেলা ও দায়রা জজ জনাব আব্দুল মান্নানকে তাৎক্ষণিকভাবে বদলি কারা হয় এবং পরে কয়েক ঘন্টার মধ্যেই আব্দুল আউয়াল দম্পতির জামিন নেয়া হয়। এ ঘটনা বিচার বিভাগের স্বাধীনতার প্রতি মারাত্মক আঘাত। এভাবে বিচার বিভাগ চলতে পারে না।
বিবৃতিতে নেতৃদ্বয় দাবি করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ, পিরোজপুর জেলা ও দায়রা জজ জনাব আব্দুল মান্নানের প্রত্যাহার বা বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে সারাদেশের বিভিন্ন আদালতের বিচারকগণ সব সময় সরকারের রোশের ভয়ে শংকিত হয়ে পড়বেন। দেশে ন্যায় বিচারের লেশমাত্রও বাকী থাকবে না। সরকারের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে মুক্ত ও স্বাধীন করতে হবে।
-এএ