মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

সরকার নির্লজ্জভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুদকের মামলায় সরকারী দলের এক সাবেক এমপি ও তার স্ত্রীকে জামিন না দেয়ায় পিরোজপুর জেলা ও দায়রা জজকে তাৎক্ষনিকভাবে প্রত্যাহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

গনমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, পিরোজপুর জেলা ও দায়রা জজকে তাৎক্ষনিক প্রত্যাহারের ঘটনা প্রমান করে যে, সরকার নির্লজ্জভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। দলীয় স্বার্থে বিচার বিভাগকে ব্যবহার কারা হচ্ছে। সরকারের ইচ্ছেমত রায় বা পদক্ষেপ না নিলে বিচারককে বদলি, প্রত্যাহারসহ নানা হয়রাণির শিকার হতে হয় পিরোজপুরের ঘটনা তার সর্বশেষ বহি:প্রকাশ।

তাতে তারা আরও বলেন, গত মঙ্গলবার দুদকের মামলায় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার স্ত্রীর জামিনের আবেদন নাকচ করার পর পিরোজপুর জেলা ও দায়রা জজ জনাব আব্দুল মান্নানকে তাৎক্ষণিকভাবে বদলি কারা হয় এবং পরে কয়েক ঘন্টার মধ্যেই আব্দুল আউয়াল দম্পতির জামিন নেয়া হয়। এ ঘটনা বিচার বিভাগের স্বাধীনতার প্রতি মারাত্মক আঘাত। এভাবে বিচার বিভাগ চলতে পারে না।

বিবৃতিতে নেতৃদ্বয় দাবি করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ, পিরোজপুর জেলা ও দায়রা জজ জনাব আব্দুল মান্নানের প্রত্যাহার বা বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে সারাদেশের বিভিন্ন আদালতের বিচারকগণ সব সময় সরকারের রোশের ভয়ে শংকিত হয়ে পড়বেন। দেশে ন্যায় বিচারের লেশমাত্রও বাকী থাকবে না। সরকারের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে মুক্ত ও স্বাধীন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ