আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, তিনি শেয়ারবাজার নিয়ে কাজ করেন না। সরকার এটা নিয়ে কাজ করছে। সরকার আজীবন ঋণের সুদের হার বেঁধে দেবে না, বরং সময় হলে বাজারের ওপর ছেড়ে দেয়া হবে।
বৃহস্পতিবার সোনারগাঁ হোটেলে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক সন্মেলনে এসব কথা জানান তিনি। 'বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২০' শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
অর্থমন্ত্রী বলেন, ‘শেয়ারবাজার উঠবে নাকি নামবে, আমি এটা নিয়ে কাজ করি না। আমার কাজ হচ্ছে অর্থনীতি শক্তিশালী করা। শেয়ার বাজার নিয়ে সরকার কাজ করছেন।’
তিনি বলেন, অনেকেই সরকারের সমালোচনা করে বলেছেন, সরকার ব্যাংকের ওপর সুদের হার চাপিয়ে দিচ্ছে। আমেরিকাসহ অনেক দেশ এটা করে থাকে, আমরাও সারাজীবন রাখবো না। বাজার যখন স্টাবিলাইজ হবে, তখন বাজারের ওপর ছেড়ে দেয়া হবে।
কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, ‘দেশে ২ থেকে ৩ কোটি কর্মসংস্থান হবে, এ জন্য আমাকে সময় দিতে হবে।’
তিনি আরও বলেন, 'সুদের হার বেশি হলে কখনই শিল্পায়ন সম্ভব নয়। তাই সুদের হার নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। তবে এ ক্ষেত্রে আরো সময় দিতে হবে।'
-এএ