আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যাদের রাজপথে আন্দোলন-সংগ্রাম করার কথা, তাদের অনেককেই এখন রাজপথে দেখা যায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘সময়ের স্বরলিপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদ এ মন্তব্য করেন।
এশিয়া পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটি লিখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মওদুদ আহমদ বলেন, রিজভীর রক্তের ধমনীতে বিএনপি সম্পূর্ণভাবে মিশে গেছে। শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জেল-জুুলুমের মধ্যেও তাকে মাঝে মাঝে রাজপথে দলের চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম, মিছিল করতে দেখা যায়। অথচ যাদের এটা করার কথা ছিল, তাদের অনেককেই এখন আর দেখা যায় না।
রিজভী আর কতদিক সামলাবে এমন প্রশ্ন রেখে তিনি আরও বলেন, নয়াপল্টনের এই কার্যালয়ে থেকেই রিজভী বিএনপিকে পাহারা দিচ্ছেন। আবার দলের জন্য, নেত্রীর জন্য রাস্তায় নেমে মিছিল করছেন। এত কিছুর মধ্যেও 'সময়ের স্বরলিপি' বইটি লেখার জন্য রিজভীকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী 'সময়ের স্বরলিপি' বই বিক্রির সব টাকা বেগম খালেদা জিয়া ফাউন্ডেশনে দান করার ঘোষণা দেন।
-এএ