আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীর প্রশাসন সোশাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে গতকাল।
আজ বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবাও সম্পূর্ণ চালু করা হয়েছে। এ বছরের জানুয়ারিতে ব্রডব্যান্ড পরিষেবা আংশিক চালু করেছিল।
যদিও সেই সময় কাশ্মীর উপত্যকার শুধুমাত্র সরকারী অফিস এবং হাসপাতালগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহারের অনুমতি ছিল। ২০১৯ সালের ৫ অগাস্ট ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দারা ২জি ইন্টারনেট পরিষেবা পাবেন।
মোবাইল ইন্টারনেট ছাড়াও জম্মু ও কাশ্মীর প্রশাসন ল্যান্ডলাইন সংযোগের উপর থেকেও নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে। তবে ল্যান্ডলাইন ইন্টারনেটের জন্য যথাযথ যাচাইয়ের পরে বিশেষ অনুমতি নিতে হবে।
সূত্র মতে জানা যায়, এ সব সিদ্ধান্ত ১৭ মার্চের পরে কার্যকর হবে এবং তাও পরীক্ষামূলক ভিত্তিতে। সরকারের দাবি, এ পদক্ষেপ কাশ্মীর উপত্যকায় স্বাভাবিকতা ফিরিয়ে আনারই অংশ।
-এটি