শনিবার, ১৮ মে ২০২৪ ।। ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১০ জিলকদ ১৪৪৫


পটিয়া রেলওয়ে স্টেশন চত্বরে ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধর্মীয় সেবামূলক সংগঠন ‘ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদ’র ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী ইসলামী মহা সম্মেলন আগামী (৮ ও ৯ মার্চ) রোববার ও সোমবার ঐতিহাসিক পটিয়া রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা আব্দুল হালিম বোখারী প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন।

জাতীয় সংসদের মাননীয় হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামসুল হক চৌধুরী সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এছাড়া আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ, সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি শামসুদ্দীন জিয়া, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস ওবাইদুল্লাহ হামযাহ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (ঢাকা), মুফতি কেফায়তুল্লাহ আজহারী (ঢাকা), জামিয়া মোজাহেরুল উলুমের মুহাদ্দিস মাওলানা কারী নুরুল্লাহ, মুফতি সিবগাতুল্লাহ নুর (বি-বাড়ীয়া), মাওলানা কাজী আক্তার হোসাইন আনোয়ারী ও মাওলানা আমজাদ হোসাইন আশরাফীসহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখরা বয়ান করবেন।

সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মাদ উল্লাহ জমিরাবাদী আওয়ার ইসলামকে জানিয়েছেন, ইতোমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ চলছে। সম্মেলনকে সফল করার লক্ষে ধর্মপ্রাণ তৌহিদী জনতার উপস্থিতি কামনা করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ